• 17 Mar, 2025

নড়াইলে মধুমতি নদী থেকে গলিত মরদেহ উদ্ধার

নড়াইলে মধুমতি নদী থেকে গলিত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে অজ্ঞাত মরদেহটি গলিত অবস্থায় উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন জানান, রাতে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহর নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।