• 26 Apr, 2025

নড়াইলে ড্রাইভার মুসা খুন!

নড়াইলে ড্রাইভার মুসা খুন!

স্টাফ রিপোর্টার: নড়াইল সদরের নতুন বাসটার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ মুন্সি মুসা (৪৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের শামছুর রহমান মুন্সির ছেলে।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার (১২ এপ্রিল) সকালে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালবেলা মুসা নতুন বাসটার্মিনাল এলাকায় বসে ছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, "ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।