• 05 Oct, 2024

নড়াইলে মাছের ঘেরে যুবকের লাশ!

নড়াইলে মাছের ঘেরে যুবকের লাশ!

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে দীপ্ত সাহা(২৩) নামে এক যুবককে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার:নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে দীপ্ত সাহা(২৩নামে এক যুবককে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।শনিবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছেহোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দীনবন্ধু সাহার একমাত্র ছেলে দীপ্ত সাহা শুক্রবার বিকেল ৪টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।রাত ১০টার দিকে হোগলাডাঙ্গা নামযজ্ঞ অনুষ্ঠানে তাকে শেষ দেখা গেলেও দীপ্ত রাতে আর বাড়িতে ফেরেনি।

আজ শনিবার(২৫ ফেব্রুয়ারিসকাল সাড়ে ৯টার দিকে হোগলাডাঙ্গা গরানতলা শ্মশানের পাশে একটি মাছের ঘেরে দীপ্ত সাহার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেনধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করে দিয়েছে।আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে দোষীরা ধরা পড়বে