পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশেম খানসমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের আজাদ মোল্যাসমর্থিত লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিকালে বাবুল খান নড়াইল জেলা শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাদাবাজার এলাকায় পৌঁছান। এ সময় প্রতিপক্ষ আজাদ মোল্যাসমর্থিত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুলকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী আমাদা গ্রামের জামাল শেখের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো হাঁসুয়া দিয়ে বাবুল খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অস্ত্রের কোপে বাবুলের ডান হাত এবং ডান পা বিচ্ছিন্ন হয়েছে জানা যায়।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘাত এড়াতে ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।