কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইল: নড়াইলের দিঘলিয়ায় দিনমজুরি কাজ করাকে কেন্দ্র করে মুক্তার হোসেন নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকালে ওই কৃষক মারা যান।
নিহত মুক্তার হোসেনের বাড়ি দিঘলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে।সে জাফর আলীর ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার( ৩০ জুলাই) সকালে স্থানীয় দিনমজুর মিজানুর হোসেনের কৃষক মুক্তার হোসেনের জমিতে কাজ করার কথা ছিল। সেখানে কাজ না করে অন্যের জমিতে কাজ করতে যান মিজান।অগ্রিম টাকা নিয়ে নিজের জমিতে কাজ না করায় ক্ষিপ্ত হয়ে কৃষক মুক্তার হোসেন মিজানুরকে বকাবকি করেন।
ওইদিন দুপুরে এই ঘটনা প্রতিবেশী ইমন সরদারকে জানালে রাতে মিজানুর, ইমন সরদার ও তাদের পরিবারের সদস্যরা মিলে মুক্তার হোসেনকে বেধড়ক মারধর করে।এসময় ঠেকাতে গেলে মুক্তারের ছেলে ঈসমাইলকেও পিটিয়ে আহত করে তারা।পরে স্থানীয় লোকজন আহত মুক্তার হোসেনকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে মুক্তার হোসেনের অবস্থার অবনতি হলে রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েনকরা হয়েছে। মরদেহ খুলনায় ময়নাতদন্ত শেষে মামলার প্রস্তুতি নেওয়া হবে।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।