• 29 Mar, 2024

নড়াইলে কৃষকদের মাঝে বীজ- সার বিতরণ

নড়াইলে কৃষকদের মাঝে বীজ- সার বিতরণ

জেলায় আজ(২৭ নভেম্বর,২০২২) বিনা মূল্যে কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে  কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামউপজেলা কৃষি অফিসার রোকোনুজ্জামান প্রমূখ।এসময় কৃষি বিভাগের সংশ্লিষ্টরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়জেলায় ১০ হাজার কৃষক-কৃষাণীর মাঝে উন্নত জাতের বীজ১২ হাজার কৃষকের মাঝে উফসী জাতের ধানের বীজ  সার বিতরণ করা হবে।
প্রতিজন কৃষককে দেওয়া হবে  কেজি উফশী জাতের ধানের বীজ১০ কেজি ডিএপি১০ কেজি এমওপি সার   কেজি হাইব্রীড ধানের বীজ