• 27 Jul, 2024

নড়াইলে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতা

নড়াইলে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মনিকা একাডেমির উদ্যোগে শনিবার দিনব্যাপী সদর হাসপাতাল সংলগ্ন একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও শিক্ষক মিজানুর রহমান, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহেরা খানম, আগদিয়া শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া সুলতানা, সাবেক ব্যাংক কর্মকর্তা সফিকুল ইসলাম, চিলড্রেন ভয়েস স্কুলের শিক্ষক শাবানা আজমী, মনিকা একাডেমির অনুষ্ঠান উপ-কমিটির সদস্য বিদিশা রায় বিশাখা, শিক্ষার্থী সজীব বিশ্বাসসহ অনেকে।

অনুষ্ঠানে ২৫জন শিশু শিক্ষার্থী ‘কবিতায় বঙ্গবন্ধু’ আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।