শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসব ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
পুলিশের বাধা উপেক্ষা করে কালচারাল অফিসারের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটি শিল্পকলা একাডেমী ঘেরাও করে বিক্ষোভ করে। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু। বক্তারা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার হামিদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
গত কয়েকমাস ধরে কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে স্থানীয় শিল্পীরা নানা দুর্নীতির অভিযোগ তুলে আসছেন। তার দুর্নীতির তদন্ত করছে জেলা প্রশাসন। এই অবস্থায় গত কয়েকদিন ধরে শিল্পকলা একাডেমীর শিক্ষকেরা সাংস্কৃতিক শিক্ষা ক্লাস বর্জন করেছেন।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, দুটি গ্রুপে একই স্থানে পক্ষে বিপক্ষে মানববন্ধন কর্মসূচি থাকায় আমরা সকাল থেকে এখানে পুলিশ মোতায়েন রেখেছি। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে ঘটনার সমাধান হোক।
কালচারাল অফিসার হামিদুর রহমান বলেন ,একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অনেকদিন ধরে ষড়যন্ত্র করছে তাই ধারাবাহিকতায় আজ তারা এখানে এই কর্মসূচি দিয়েছে। আমার বিরুদ্ধে এটা একটা গুজব ছাড়া কিছুই না।