• 28 Mar, 2024

নড়াইলে কাজের কথা বলে নেওয়া হচ্ছিল চট্টগ্রাম, বাস থেকে উদ্ধার ৫৯

নড়াইলে কাজের কথা বলে নেওয়া হচ্ছিল চট্টগ্রাম, বাস থেকে উদ্ধার ৫৯

নড়াইলে কাজের কথা চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়ার পথে থেকে শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় পাচার চক্রের সদস্য বাবা-ছেলেকে আটক করা হয়।

বৃহস্পতিবার(২৬ অক্টোবরবিকেলে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে খুলনার পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেনখুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার বাসিন্দা লিটন গাজী (৫৪ লিটনের ছেলে সোহাগ গাজী (১৯) তাদের 

র‍্যাব- এর খুলনার সহকারী পরিচালক(মিডিয়াবজলুর রশীদ বলেনমানব পাচারকারী লিটন গাজী  তার ছেলে সোহাগ গাজী নড়াইল জেলার একটি ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে নারী  শিশুসহ ৫৯ জন দরিদ্র  অসহায় মানুষকে একটি বাসে তোলেন।র্পূবপরিকল্পনা অনুযায়ী ওইসব ব্যক্তিদের নড়াইলে না নিয়ে খুলনার রূপসার খান জাহান আলী সেতু অতিক্রম করে।তখন শ্রমিকরা বুঝতে পারে তাদের ফাঁকি দিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।এক পর‍্যায়ে তারা জানতে পারেন তাদের চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছে।

বজলুর রশীদ আরও বলেনহাটজাহারীতে এক ব্যক্তির ইটভাটায় তাদের বিক্রি করা হবে।এটা বুঝতে পেরে শ্রমিকরা বাসের মধ্যে হট্টগোল  চিৎকার চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে গাড়ির পিছু নিয়ে ফকিরহাট এলাকা থেকে শ্রমিকদের উদ্ধার এবং পাচারকারী লিটন গাজী  তার ছেলে সোহাগ গাজীকে আটক করা হয়। মামলা দিয়ে তাদের পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।