• 21 Sep, 2024

নড়াইলে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও নজরুল সঙ্গীত অনুষ্ঠিত

নড়াইলে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও নজরুল সঙ্গীত অনুষ্ঠিত

নড়াইলে বাংলাদেশ গণশিল্পী সংস্থার উদ্যোগে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, আবৃত্তি ও নজরুল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৬টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দীর সভাপতিত্বে 'মানুষ' কবিতাই নজরুল দর্শনের নির্যাস বিষয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কাজী বসিরুল হক,অ্যাডভোকেট রবিন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমুখ। 

আলোচনা শেষে কাজী নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত অনুষ্ঠিত হয়।