ইন্টারকন্টিনেন্টালে গাইতেন জাফর ইকবাল
সংগীত কিংবা চলচ্চিত্র—দুই জগতেই ছিল তাঁর মুগ্ধকর বিচরণ। যেমন স্টাইলিশ তেমন অভিমানী। ছিলেন আবেগপ্রবণ ও বোহেমিয়ান। কথাগুলো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক জাফর ইকবাল প্রসঙ্গে। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তাঁর পদচারণা।