চরিত্র বদলায়নি, কেবল চেহারা! - আবু সাঈদ দিবসের বক্তারা
"চরিত্র বদলায়নি, কেবল চেহারা!"—আবু সাঈদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এভাবেই মন্তব্য করেন বক্তারা। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টালেও প্রশাসনিক ও নৈতিক সংস্কৃতি এখনও অনেকাংশে অপরিবর্তিত রয়ে গেছে। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে তারা নতুন প্রজন্মকে দায়িত্বশীল, সৎ ও প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানান।