• 25 Apr, 2024

নড়াইলে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু

নড়াইলে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু

ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে  ঘটনা ঘটে বলে লোহাগড়া থানার ওসি মোনাসির উদ্দীন জানান।

নিহত মর্জিনা বেগম (৪০বাগেরহাট সদর উপজেলার অর্জনবাহার গ্রামের বাসিন্দা।তিনি গৃহপরিচারিকার কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল মর্জিনার।তিনি ১১ বছরের ছেলেকে নিয়ে লোহাগড়া পৌর এলাকার রাজপুর গ্রামের আবদুল গফ্ফারের বাড়িতে ভাড়ায় থেকে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর দিয়ে যাওয়ার সময় পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে পৌঁছালে একটি মেহগনিগাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিরা ভূঁইয়া বলেনহাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত ছিল।

লোহাগড়া থানার ওসি নাসির জানানওই নারীর স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনওমোআজগর আলী বলেনবিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।