• 03 May, 2024

নড়াইল জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

নড়াইল জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নড়াইলে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সিভিল সার্জন অফিসের সম্মে¥লন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা: সাজেদা বেগম।

বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক নাজমুল, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অলোক কুমার বাগচী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: শুভাশিষ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা: শামীমুর রহমান বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি ও স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উম্মে ফয়জুন্নাহার সুবর্ণা প্রমুখ।

জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় সকলের আলোচনায় উঠে আসে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক সভা সেমিনার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের আসে-পাশে ১০০ মিটারের মধ্যে কোন দোকানে ধুমপান ও তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা।