• 07 May, 2024

নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ- পরিচালক জুলিয়া সুকায়না।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরেন মায়িশা খান সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।