‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলে চাঞ্চল্যকর ফরিদ শেখ হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সালাম শেখ কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের হাসেম শেখের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, কালিয়ার সীতারামপুর গ্রামের ফরিদ শেখের স্ত্রীকে একই এলাকার সালাম শেখ মাঝে মধ্যে কুপ্রস্তাব দিত। এ নিয়ে দু’পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জেরে ২০১৬ সালের ২৪জুন ফরিদ শেখকে কালিয়া পৌরসভার পুরানো ভবনের সামনে থেকে সালাম শেখ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা আনছার শেখ বাদী হয়ে সালাম শেখসহ ৫জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৬জন সাক্ষীর সাক্ষ্য শেষে সালাম শেখের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত সালাম শেখকে মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় সালাম শেখ পলাতক আছেন।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।