• 26 Apr, 2025

নড়াইলে হত্যা মামলার রায়: ১৩ বছর পর ইলিয়াস সরদারের যাবজ্জীবন কারাদণ্ড!

নড়াইলে হত্যা মামলার রায়: ১৩ বছর পর ইলিয়াস সরদারের যাবজ্জীবন কারাদণ্ড!

নড়াইলের নড়াগাতি থানার আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিক হত্যা মামলায় অবশেষে রায় দিয়েছেন আদালত। প্রায় ১৩ বছর আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় খুলনার তেরখাদা উপজেলার পারখালি গ্রামের ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম। 

ঘটনার পেছনের কাহিনি রীতিমতো ভয়াবহ। ২০১২ সালের ১৭ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে আব্দুল আহাদ মল্লিককে প্রথমবার কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে মামলায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে ২০১৮ সালের ৪ জুলাই আহাদকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। পরদিন সকালে খামার গ্রামের একটি পাটক্ষেতে তার গলাকাটা ও রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় ছিলো রশি পেঁচানো, শরীরে ধারালো অস্ত্রের আঘাত।

ঘটনার দুদিন পর নিহতের ভাই আবুল বাসার মল্লিক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত শুধুমাত্র ইলিয়াস সরদারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেন। অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।