মঙ্গলবার(১৬ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেএ অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস ও পৌর মেয়র আঞ্জুমান আরা।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে গোয়েন্দা সংস্থা নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক দীপক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর সহকারী পরিচালক ধর্মীয় নেতৃবৃন্দ, মন্দির ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।