কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইলে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ‘দি অপটিমিষ্ট’ আজ শুক্রবার ৬৪ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করে।
শিক্ষার প্রসারে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ‘দি অপটিমিষ্ট’ ২০১৫ সালে এ বৃত্তিপ্রদান কার্যক্রম শুরু করে।অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনটন যাতে তাদের উচ্চ শিক্ষা অর্জনের পথে অন্তরায় না হয়, সেই লক্ষে সংস্থাটি তাদের বৃত্তির জন্য মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে নবম শ্রেণি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বৃত্তি দিয়ে থাকে।এরই ধারাবাহিকতায় আজ সকালে জনপ্রতি নয় হাজার তিনশত টাকা করে ৬৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
‘দি অপটিমিষ্ট’-এর নড়াইল জেলা পরিচালক রাবেয়া খানমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃত্তির অর্থ প্রদান করা হয়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।এ সময় সংস্থাটির জেনারেল ম্যানেজার একেএম সাইদুল করিম, বিশিষ্টি ব্যবসায়ী হাছানুজ্জামান, শিক্ষক মো. ইউছুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।