• 17 Nov, 2025

নড়াইলে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

নড়াইলে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

নড়াইলকণ্ঠ ॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে সামাদ মোল্যা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কুন্দসী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী ফারুক মোল্যার ছেলে।

স্বজনরা জানান, সোমবার সকালে নিহত সামাদ মোলার মা ও বোন তাকে ঘরে ঘুমাতে দেখে যে যার কাজে ব্যস্ত ছিলেন। এর কিছু সময় পরে তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে তার ঘরে গিয়ে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ মরদেহটি হেফাজতে নেয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যায়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছেন এ ব্যাপারে পরিবার ও স্বজনদের কাছ থেকে কোন সদোত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।