বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা বিলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহাফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হাদি শিকদার উপজেলার ভাওয়াখালী গ্রামের মৃত সাঈদ শিকদারের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাফুজুর রহমান ও আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা বিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।