অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য কয়েকবার নোটিশ পাঠানো হয়। এরপর মাইকিং করে সড়কের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণে কেউ কোন উদ্যোগ না নেওয়ায় এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ। এতে ভাঙা পড়েছে নড়াইল প্রেসক্লাবের মার্কেট সহ রূপগঞ্জ বাজারে পৌরসভার নির্মিত ৪টি বড় মার্কেট। এসব মার্কেটে প্রায় ৩ শতাধিক দোকান পাট রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায়, ২০২১ সালে একনেক সভায় নড়াইল শহরের উপর দিয়ে জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ দশমিক ৭৯১ কিলোমিটার ফোরলেন সড়ক অনুমোদন হয়। সড়কটি সদরের মালিবাগ থেকে নড়াইল শহর হয়ে সিতারামপুর গিয়ে যশোর বেনাপোল মহাসড়কের সাথে যুক্ত করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও নানা প্রতিবন্ধকতায় আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। ইতিমধ্যে প্রকল্পের ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
নির্দিষ্ট মেয়াদে চার লেন সড়কের কাজ সম্পন্ন করতে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক বিভাগের জায়গা দখরমুক্ত করতে এ ধরনের অভিযানের পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ।