• 09 Sep, 2024

নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় শামীম শিকদার (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শামীম শিকদার বরিশাল বন্দর থানার চরকরমজি গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর নড়াইল-যশোর মহাসড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পূর্বপাশ থেকে যশোর হতে নড়াইলগামী মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক মোটররসাইকেলের দুই সাইডে ও সিটের নিচ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। 

 
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।