কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইলকণ্ঠ : নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গনে ‘‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুুর সোনার বাংলা গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুরর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নড়াইলের উপ-সহকারী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরেন বিশেষ অতিথি নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, আঞ্চলিক পাসপোর্ট অফিস নড়াইলের উপ সহকারী পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী আলোচনা সভা শেষে অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে, সচেতনামূলক মহড়া, অগ্নিকান্ড সম্পর্কে সচেনত করতে বিভিন্ন এলাকায় গণসংযোগ, আগুন নেভানো প্রশিক্ষণ, ফায়ার সার্ভিস স্টেশনের নম্বর সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ বিতরণ করা হবে।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।