শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দম্পতি ও আত্মিয় স্বজনদের নিয়ে এতিম শিশুদের সাথে সারাদিন সময় কাটান। তাদের বিনোদন ও লেখা-পড়ার উৎস দিতে আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নতমানের খাবার ও নাস্তা।
মো: মিজানুর রহমান খান দীপু ও সোহেলী পারভীন শিলা দম্পতির আর্থিক সহযোগিতায় ও আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানার ব্যবস্থাপনায় এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয় কেরাত, গজল, চোখ বেধে হাড়িভাঙ্গা, রাজা-রানী, গোলে বল নিক্ষেপ, যেমন খুশি সাজ, কুইজ ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতা প্রায় দুইশতাধিক এতিম শিশু অংশগ্রহণ করে।
পরে এতিমখানা চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজসেবক মো: ইউনুস মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি মো: মিজানুর রহমান খান দীপু ও সোহেলী পারভীন শিলা দম্পতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার ও ১৫০ শীত বস্ত্র বিতরণ করা হয়।