• 18 Jun, 2024

নড়াইলে এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নড়াইলে এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১০ আগস্ট বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, গোলাম কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আজিজুল ইাসলাম, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ হানিফ, সাবেক অধ্যক্ষ রওশন আলী প্রমূখ।

সভায় বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোরআন খানী, শিল্পীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আর্ট ক্যাম্প, শিশুদের নিয়ে নৌকা ভ্রমন, আলোচনাসভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত থাকবেন।