ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক নাসিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলকণ্ঠ ॥ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নড়াইল জেলায় কর্মরত বিএনএফ’এর সকল সহযোগি সংস্থার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার(০২ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বেরহয়।
র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুরে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নোভা’র নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিন, কালিয়ার আলোর দিশার সভানেত্রি, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমিন প্রমুখ।সভায় বক্তারা এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উপকারভোগীদের জীবনমান উন্নয়নে সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।পাশাপাশি আগামী বছর এনজিও ফাউন্ডেশন দিবসে দিনব্যাপী মেলা বসানোর সিদ্ধান্ত নেন।
কর্মসূচিতে এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠন, উপকারী ভোগী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে দুই আসনে ১৬ এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।