‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলে বিদেশে লোক পাঠানো নিয়ে দেনা-পাওনার বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বুড়ামারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়ামারা গ্রামের কুয়েত প্রবাসী ইকবাল ভূঁইয়ার স্ত্রী রওশন আরা তাদের প্রতিবেশী জিল্লু মোল্যাকে কুয়েতে পাঠানোর কথা বলে তিন বছর আগে পাঁচ লাখ টাকা নেন।কিন্তু করোনার কারণে ভিসা দেয়া বন্ধ হয়ে যাওয়ায় ওই সময় জিল্লুকে তিন লাখ টাকা ফেরত দেন বলে দাবি রওশন আরার। কিন্তু তা অস্বীকার করে পুরো টাকা দাবি করে আসছেন জিল্লু।
এ নিয়ে বিরোধের এক পর্যায়ে সম্প্রতি রওশন আরার স্বামী ইকবাল ভূঁইয়া বিদেশ থেকে বাড়ি আসলে টাকা চাওয়া নিয়ে তাদের বিরোধ তুঙ্গে ওঠে।এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় জিল্লু লোকজন নিয়ে ইকবাল ভূঁইয়ার পরিবারের ওপর হামলা চালায়।ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করা হয় ইকবালের স্ত্রী-ছেলে, ভাই এবং দুই বোনকে।পরে আহতদের স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।