• 15 Jun, 2024

নড়াইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নড়াইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নড়াইলের লোহাগড়ায় শাহ মোঃ আতিয়ুর রহমান ও ফরিদা রহমান ফাউন্ডেশন আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নড়াইলকণ্ঠনড়াইলের লোহাগড়ায় শাহ মোঃ আতিয়ুর রহমান  ফরিদা রহমান ফাউন্ডেশন আয়োজনে দুস্থ  অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার দুপুরে ফাউন্ডেশনের উদ্যেগে লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে  উপলক্ষে আলোচনাসভাদোয়ামাহফিল  শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় পায়রা  বেলুন উড়িয়ে শাহ মোঃ আতিয়ুর রহমান  ফরিদা রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের উদ্বোধন করেনফাউন্ডেশনের সভাপতি  প্রধান অতিথি এস এম আশিকুর রহমান বাপ্পি।

আলোচনা  দোয়া অনুষ্ঠান শেষে  শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতারণ করেন ফাউন্ডেশনের সভাপতি  প্রধান অতিথি এস এম আশিকুর রহমান বাপ্পি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ ফজলুর রহমানআওয়ামীলীগ নেতা এস এম আনিসুজ্জামান,
প্রভাষক সৈয়দ নজরুল ইসলামপ্রভাষক আইয়ুব হোসেন উজ্জ্বলসাবেক প্রধান শিক্ষক গোলাম কুদ্দুসজিল্লুর রহমানশিকদার আবুল কাসেমএস এম কামরূজ্জামানআশরাফুল আলমসৈয়দ নাজমুল হুদাশাফায়েতনাজমুলসজিবজিল্লুর রহমান প্রমূখ।