মঙ্গলবার (০২ এপ্রিল) বিকালে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা শহরের শেখ রিজেন্সি কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক পাশে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল সদর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজ মাহমুদ মিশামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক, জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবক নড়াইল-২ আসনের সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আসন্ন নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থি মো: আজিজুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক জিএস মো: ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক জিএস এস এম পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: নূরুজ্জামান নান্নু, নড়াইল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শেখ, সাধারণ সম্পাদক চৌধুরী নাহিদ ইকবাল পায়েল প্রমুখ।
এ দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি শেখ সেলিম, নড়াইল পৌরসভার মহিলা কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নড়াইল পৌরসভা ও সদর উপজেলার সকল ইউনিটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে ইফতার উপহার সামগ্রী প্রদান সম্পর্কে স্বেচ্ছাসেবকলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী বড় ইফতার মাহফিল না করে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবকলীগ। ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনগুলো প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছে।
নেতারা আরও বলেন, পবিত্র রমজান মাসে স্বেচ্ছাসেবকলীগ দু:স্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের সবাইকে মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা সহ দেশবাসীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।