বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল শহরের আব্দুল হাই সিটি কলেজ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন যশোরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: নাসির উদ্দিন খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সালেহা পারভীন, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদস্য মলয় কান্তি নন্দী, মাসুদুল হক টুটুল, সততা সংঘের সদস্য নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য বিশ্বাস প্রমা এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম ইকবাল।
এসময় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, দুজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির ২৪ হাজার টাকা, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে সততা স্টোর পরিচালনা করার জন্য নগদ অর্থ ২৫ হাজার টাকা, ১০ শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ এবং সকলকে শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দুদক কর্মকর্তাবৃন্দ, দুপ্রক জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।