ঘটনার বিবরণ:
১. আলু কেনা নিয়ে বাকবিতণ্ডায় খুন- লোহাগড়া (৩০ মার্চ):
লক্ষীপাশা চৌরাস্তা বাজারে সবজি কিনতে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৫০)। সবজি বিক্রেতা ইদ্রিস শেখ (৬০) গামলা দিয়ে মাথায় আঘাত করলে মামুন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে।
২. আধিপত্যের রেষ- কালিয়া (৩০ মার্চ):
পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে লস্কর ও শেখ পরিবারের দ্বন্দ্বে নিহত হন তালেব শেখ (৬৫)। দেশীয় অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয় তাঁকে।
৩. ঈদের দিন রক্তাক্ত সংঘর্ষ - লোহাগড়া (৩১ মার্চ):
লাহুড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবর শেখ (৬৫) নিহত হন। আহত হন আরও ১২ জন।
৪. পূর্বশত্রুতার জেরে হত্যা- কালিয়া (১১ এপ্রিল):
কাঞ্চনপুরে আফতাব ও মিলন মোল্যা পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) নিহত হন। সেনাবাহিনী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।
৫. ছুরিকাঘাতে মৃত্যু- নড়াইল সদর (১২ এপ্রিল) :
নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে খুন হন মোশারফ হোসেন মুসা (৪৫)। হত্যার পেছনের কারণ এখনও অস্পষ্ট।
আইনশৃঙ্খলার হালচাল:
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকটি মামলায় তদন্ত চলছে। তবে স্থানীয়দের দাবি-এই হত্যাকাণ্ডগুলো নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ দরকার।