ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, নড়াইল পৌরসভার পুরাতন বাসটার্মিনাল এলাকায় ভোক্তার বাজার তদারকি করা হয়। এ সময় ওই এলাকার অলিপ সুইটস ও নড়াইল ডেইরিকে প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ি দইয়ের ওজন কম পাওয়া, বিএসটিআই’এর অনুমোদন নেই, কোন পণ্যেরই গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ ও মূল্য কোনটাই উল্লেখ না থাকা এবং প্রদর্শিত পণ্যের তথ্যের গড়মিল পাওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ভোক্তা আইনের ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে।
এ সময় ওই এলকার অন্যান্য মিষ্টির দোকান ও হোটেল সমূহ তদারকি করা হয় এবং সকলকে বিএসটিআই-এর অনুমোদন নিয়ে কাজ করার বলা হয় এবং ভোক্তা আইন মেনে ক্রয়-বিক্রয় করার আহবান জানান ভোক্তা কর্মকর্তা।
এসময় উপস্থিতি ছিলেন জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, একজন পুলিশের এসআই ও একজন সদস্য।