• 24 May, 2024

নড়াইলে দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব শুরু

নড়াইলে দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব শুরু

জেলায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণোচ্ছল পরিবেশে দু’দিনব্যাপী সঙ্গীত উৎসব-২০২৪ শুরু হয়েছে। শুক্রবার রাত ৮টায় শ্রুতি-ছন্দ সঙ্গীত নিকেতন,নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সঙ্গীত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

সঙ্গীত উৎসব-২০২৪ উদযাপন পরিষদের আহবায়ক ড. বাদল প্রামাণিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, আমেরিকা নিউজার্সি ছন্দায়ন’র সভাপতি প্রখ্যাত তবলা শিল্পী পন্ডিত সমীর চ্যাটার্জী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক ড.অসিতরায়, আমেরিকা প্রবাসী কন্ঠশিল্পী সঙ্ঘমিত্র চ্যাটার্জী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের অধ্যাপক ড. পদ্দিনী দে,ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রিয়াংকা ঘোপ,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস,এম সুলতান বেঙ্গল চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ।
এছাড়া এ অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদানসহ উচ্চাঙ্গ ও লঘু উচ্চাঙ্গ সঙ্গীতের আসরের আয়োজন করা হয়। সঙ্গীত উৎসবে দেশ-বিদেশের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ,সাংবাদিক,সংস্কৃতি ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।