• 05 Dec, 2023

নড়াইলে দু’দিনব্যাপী জেলা সাহিত্যমেলার উদ্বোধন

নড়াইলে দু’দিনব্যাপী জেলা সাহিত্যমেলার উদ্বোধন

নড়াইলকণ্ঠ ॥ জাতীয় পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম প্রচার প্রচারণার লক্ষ্যে নড়াইল জেলায় দু’দিনব্যাপী জেলা সাহিত্যমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে আজ।

 উপলক্ষে মঙ্গলবার (০১ নভেম্বরসকাল ০৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক আনন্দ র‌্যালী বের হয়।র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।পরে শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন  কবুতর উড়িয়ে জেলা সাহিত্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম।
image-31.jpeg
শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম।
image-32.jpeg
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাসাদিরা খাতুননড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোরবিউল ইসলামনড়াইল পৌর মেয়র আনজুমান আরাবাংলা একাডেমীর উপ-পরিচালক ইমরুল ইউসুফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতিজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডুমুক্তিযোদ্ধ সাইফুর রহমান প্রমুখ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে  বাংলা একাডেমির সমন্বয়ে দুদিনব্যাপী  সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।
image-33.jpeg
প্রথম দিনে মেলায় রয়েছে সকাল সাড়ে ১১টা হতে প্রবন্ধ পাঠ  আলোচনাদুপুর ২টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লেখক কর্মশালাবিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
image-34.jpeg