‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ও মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জের আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য নড়াইলের দরিদ্র জেলেদের মাঝে স্ত্রী ছাগল ও বেড়জাল বিতরণ করা হয়েছে।
নড়াইলকণ্ঠ ॥দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ও মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জের আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য নড়াইলের দরিদ্র জেলেদের মাঝে স্ত্রী ছাগল ও বেড়জাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এসব বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু।আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সহকারি মৎস্য কর্মকর্তা রাজিব জামান রাজু, জেলা আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল স্বপন প্রমুখ।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।