• 25 Apr, 2024

নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত

নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা (১০ই মহররম)।

স্টাফ রিপোর্টার ॥বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা (১০ই মহররম) হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদৎবরণ করেন।এই শোক  স্মৃতির স্মরণে কোরআনখানিদোয়া  মাহফিলসহ তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়।বুক চাপড়িয়েহায় হোসেন’, ‘হায় হোসেন’ করে শোকের মাতম তোলেন তারা।

পবিত্র আশুরার দিনটি পালনে মঙ্গলবার ( আগস্টবিকাল  টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে জড়ো হতে থাকে শিয়া সম্প্রদায়ের মানুষ।সেখানে নানা আনুষ্ঠানিকতা শেষেকঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে পরনে শোকের কালো পোশাকহাতে কালো-লাল রঙের নিশান নিয়ে বের করা হয় তাজিয়া মিছিল।

মিছিলে যোগ দিয়ে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বুক চাপড়িয়ে হায় হোসেনহায় হোসেন মাতম তুলে।শোক মিছিলটি উজিরপুর হয়ে কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়।

ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।আর ইমাম হোসেনের সেই ত্যাগের আদর্শকে ধারণ করতে এই আয়োজন বলে জানান তারা।আশুরা পালনে সার্বিক সহয়তা করায় আইন শৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানায় উৎযাপন কমিটি।