নড়াইলে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগার ও ৩ রাউন্ড গুলিসহ ২ যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানায় পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার খড়লিয়া এলাকার জুবায়ের বিশ্বাসের ইটভাটা এলাকায় অভিযান চালায় পুলিশ।খুলনার ফুলতলার এলাকার আ. জব্বার শেখের ছেলে মো. হৃদয় শেখ (২৩) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার মো. শরিফুল ইসলাম এর ছেলে হৃদয় হোসেন (২০) ডিবি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে

এসময় পুলিশ তাদের দৌড়ে আটক করতে সক্ষম হয়।এসময় হৃদয়ের কাছ থেকে একটি ব্যাগে থাকা ব্যাগ তল্লাশী করে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগার ও ৩ রাউন্ডগুলিসহ তাদের আটক করা হয়।এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা,জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) কাজী হাসানুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।