নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক রোমান (২৫) মারা গেছেন।রবিবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়।সংগঠনে পদপ্রাপ্তির তিন দিন পরই মারা গেলেন তিনি।
রোমান নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।
হাসপাতার ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোমান গত ২৯ অক্টোবর রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার রোমান নিজের ফেসবুক আইডিতে ‘জ্বর’ লিখে স্ট্যাটাস দেন।
এদিকে রোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্যা, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগসহ সংগঠনের নেতারা।
শোকবার্তায় নেতারা বলেন, শেখ ফজলুল হক রোমান সৎ, দক্ষ, চৌকস ও মেধাবী ছাত্র ছিলেন।তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অপূরণীয় ক্ষতি হলো।