• 28 Mar, 2024

নড়াইলে চিত্রশিল্পী সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

নড়াইলে চিত্রশিল্পী সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে বুধবার(১০ আগস্ট) বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন  এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল সকালে চিত্রশিল্পী এসএম সুলতানের রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানিচিত্রাংকন  রচনা প্রতিযোগিতাশিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণদোয়া মাহফিল এবং এসএম সুলতান আর্ট ক্যাম্প উদ্বোধন।


সকাল ৯টায় শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এসএম সুলতান ফাউন্ডেশন,এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়নড়াইল প্রেসক্লাবএসএম সুলতান শিশু চারু  কারুকলা ফাউন্ডেশনএসএম সুলতান স্মৃতি সংগ্রহশালাসম্মিলিত সাংস্কৃতিক জোটমূর্ছনাচিত্রা থিয়েটারসহ বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক সংগঠন।পরে মাজার জিয়ারত  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কর্মসূচির অংশ হিসেবে শিশুস্বর্গে শতাধিক শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন  রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিকমোফকরুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোরিয়াজুলইসলাম,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুএসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগীজেলা কালচারাল অফিসার মোহায়দার আলী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডুনড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু,সাবেক সভাপতি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ-সভাপতি সুলতান মাহমুদবিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের এদিনে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় জন্মগ্রহণ করেন।রাজমিস্ত্রি পিতা মেছের আলীর নান্দনিক সৃষ্টির ঘঁষামাজার মধ্য দিয়ে ছোট বেলার লাল মিঞার(সুলতানচিত্রাংকনে সুপ্ত প্রতিভার বিকাশ হয়
শিল্পী সুলতান যুক্তরাষ্ট্রযুক্তরাজ্যপাকিস্তানসহ বিভিন্নদেশ সফর করেন এবং এসব দেশে প্রখ্যাত চিত্রকরদের সাথে তার ছবি প্রদর্শিত হয়।১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার,অসাম্প্রদায়িক  শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।এসএম সুলতান স্বাধীনতা পদকএকুশে পদকবাংলাদেশ চারুশিল্পী সম্মাননা এবং বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান।