• 08 Sep, 2024

নড়াইলে ছাত্র-শিক্ষক-সংস্কৃতিকর্মী সমাবেশ

নড়াইলে ছাত্র-শিক্ষক-সংস্কৃতিকর্মী সমাবেশ

অব্যাহতভাবে শিক্ষক লাঞ্ছনা, সাম্প্রদায়িক হামলা, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে উদীচী খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে নড়াইলে ছাত্র-শিক্ষক-সংস্কৃতিকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউসের হলরুমে উদীচীর নড়াইল জেলা শাখার সভাপতি ডামায়া রানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা উদীচীর প্রতিনিধি আনিসুর রহিমযশোরের মুক্তিযোদ্ধা অধ্যক্ষ লিয়াকত আলীমেহেরপুরের সুনীল চক্রবর্তীচুয়াডাঙ্গার হাবিবি জহির রায়হানঝিনাইদহের প্রভাষক স্বপন বাগচিমাগুরার এটিএম আনিসুর রহমানখুলনার আকবর হোসেনগোপালগঞ্জের নাজমুল ইসলামনড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডুসাধারণ সম্পাদক শরফুল আলম লিটুমুক্তিযোদ্ধা এসএ মতিনমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশামুক্তিযোদ্ধা সুভাষ সরদার প্রমুখ।

বক্তারা বলেনসম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অধিকাংশ ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আবার তাদের নিষ্ক্রিয়তাও লক্ষ্য করা গেছে।আর  কাজে স্থানীয় পুলিশ  প্রশাসন নিষ্ক্রিয় ছিল। আবার কোথাও কোথাও যথাযথ ভূমিকা পালন করেনি।

বক্তারা মনে করেন রকম পরিস্থিতিতে মুক্তধারার সাংস্কৃতিক জাগরণ ঘটানো ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়।