শনিবার দুপুরে শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউসের হলরুমে উদীচীর নড়াইল জেলা শাখার সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা উদীচীর প্রতিনিধি আনিসুর রহিম, যশোরের মুক্তিযোদ্ধা অধ্যক্ষ লিয়াকত আলী, মেহেরপুরের সুনীল চক্রবর্তী, চুয়াডাঙ্গার হাবিবি জহির রায়হান, ঝিনাইদহের প্রভাষক স্বপন বাগচি, মাগুরার এটিএম আনিসুর রহমান, খুলনার আকবর হোসেন, গোপালগঞ্জের নাজমুল ইসলাম, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মুক্তিযোদ্ধা এসএ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, মুক্তিযোদ্ধা সুভাষ সরদার প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অধিকাংশ ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আবার তাদের নিষ্ক্রিয়তাও লক্ষ্য করা গেছে।আর এ কাজে স্থানীয় পুলিশ ও প্রশাসন নিষ্ক্রিয় ছিল। আবার কোথাও কোথাও যথাযথ ভূমিকা পালন করেনি।
বক্তারা মনে করেন, এ রকম পরিস্থিতিতে মুক্তধারার সাংস্কৃতিক জাগরণ ঘটানো ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়।