সোমবার (২১ আগস্ট) সকালে পুরাতন বাস টার্মিনালে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও শহীদ স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে সোমবার সকাল ৯টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের পক্ষ একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয়। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে, জেলা ছাত্রলীগ ও নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।