• 02 Mar, 2024

নড়াইলে বিভিন্ন আয়োজনে ২১ আগস্টের শহীদদের স্মরণ

নড়াইলে বিভিন্ন আয়োজনে ২১ আগস্টের শহীদদের স্মরণ

নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে পুরাতন বাস টার্মিনালে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও শহীদ স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এদিকে সোমবার সকাল ৯টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের পক্ষ একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয়। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে, জেলা ছাত্রলীগ ও নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।