স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার/আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক প্রণব কুমার প্রামানিক, জেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশক্যাব’ এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, কৃষি বিপপন কর্মকর্তা কাঞ্চন চক্রবর্তী, জেলা সেনিটারীপরিদর্শক মো. ঘাবিবুর রহমান, রেঁস্তরা মালিক সমিতির সভাপতি আব্দুর রব প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।