• 11 Nov, 2024

নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

স্টাফ রিপোর্টার  নিরাপদ জ্বালানিভোক্তাবান্ধব পৃথিবী’  প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চসকাল ১০টায়  উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার/আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেনঅতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক প্রণব কুমার প্রামানিকজেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশক্যাব এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানকৃষি বিপপন কর্মকর্তা কাঞ্চন চক্রবর্তীজেলা সেনিটারীপরিদর্শক মোঘাবিবুর রহমানরেঁস্তরা মালিক সমিতির সভাপতি আব্দুর রব প্রমুখ।

image-7.png
 সময় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাব্যবসায়ী প্রতিনিধিক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।