এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের অফিস চত্বও থেকে এক র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, এনডিসি, সদরের ইউএনও, জেলা হেলথ ইনেসপেক্টর মো: হাবিবুর রহমান, ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, দৈনিক ওশান ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বিটির প্রতিনিধি এনামুল কবীর টুকু, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বিডিএস এর সভাপতি মো: মাহাবুবুর রহমান, চিত্রাক্লিনিকের স্বত্বাধীকারী তরিকুল ইসলাম, জুয়েলারী সমিতির সভাপতি স্বপন বিশ্বাস প্রমুখ।