‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলে এবার উন্নত জাতের সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে।
নড়াইল: নড়াইলে এবার উন্নত জাতের সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে।জেলার বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদ বর্ণের ছটা।সাধারণ জাতের চেয়ে উন্নত জাতের সরিষায় তেল উৎপাদন কয়েকগুণ বেশি হয়।কম খরচে ও অল্প সময়ে লাভজনক হওয়ায় উন্নত জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা।দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এসব জাতের আবাদ বাড়ানোর জন্য উৎসাহ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
চলতি বছর নড়াইলজেলায় ৯ হাজার ২শ’ ১৫ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ হয়েছে।আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় সরিষা ফুলে ভরে গেছে মাঠ। মৌ-মৌ গন্ধ আর মৌমাছির গুঞ্জন প্রকৃতিতে।
চলতি মৌসুমে জেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। ভালো লাভের আশায় রয়েছেন তারা।জেলায় এবছর উন্নত জাতের বিনা-৭,বারী-১৪,১৬,১৭ ও ১৮ জাতের সরিষার আবাদ হয়েছে।এসব জাতের সরিষার উৎপাদনপ্রতি একরে ১ থেকে ২০মণ পর্যন্ত হয়ে থাকে।
স্বল্পকালীন তেলবীজ সরিষা চাষের ফলে ২ ফসলি জমি এখন ৩ ফসলি জমিতে পরিণত হয়েছে।এভাবে সরিষার চাষ বাড়তে থাকলে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা দিন দিন কমবে বলে মনে করছে কৃষি বিভাগ।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।