শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নড়াইল সদরের নাকশী হাটে অভিযান চালিয়ে তুলারামপুর গ্রামের মুদি ব্যবসায়ী মো: সালাম (৪০) কে কৃষি বিপনন আইন ২০২৮ এর ১৯/১(ঙ) ধারায় ১০০০/- (এক) হাজার টাকা এবং একই ধারায় রামচন্দ্রপুর গ্রামের ঠান্ডু সিকদার (৪০) নামের আরও এক ব্যবসায়ীকে ১০০০/-(এক) হাজার টাকা জরিমানা করেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল কার্যারয়ের শামীম হাসান, কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী, কৃষি বিপনন অধিপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধ শুভ মোল্যা সহ অন্যান্য সদস্যরা।
এ সময় ক্রেতা-ভোক্তাদের উদ্দেশ্যে দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করা হয়। এ ছাড়া লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।