• 21 Jul, 2024

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট ও জেলা প্রশাসন নড়াইলে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট  জেলা প্রশাসন নড়াইলে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

স্বাধীনতা সংগ্রামে জাতির যে কজন বীর সন্তান অসীম সাহসিকতায় দেশ মাতৃকার জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করে জাতীয় শ্রেষ্ঠ বীরের সম্মান অর্জন করেছেনতাদেরই একজন নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগর গ্রামেজন্ম নেয়া বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ।


১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন  বীরসন্তান।তার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নেয়া হয়।সকালে নূর মোহাম্মদ নগর গ্রামে একটি ্যালি বের করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানঅতিরিক্ত পুলিশ সুপার মোরিয়াজুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবীরশ্রেষ্ঠ আত্মীয়স্বজনমুক্তিযোদ্ধাসাংবাদিকশিক্ষক-শিক্ষার্থীজনপ্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ্যালিতে অংশ নেন।

সবার অংশগ্রহণে ্যালিটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ বসতভিটায় গিয়ে শেষ হয়।র্যালি শেষে নূর মোহাম্মদের স্মৃতির উদ্দেশে নির্মিত স্মৃতি ফলকে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে পুলিশের একটি চৌকস দল তার সম্মানে সশস্ত্র সালাম জানায়।সবশেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরে আলোচনা সভা  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।