• 20 Jun, 2024

নড়াইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

নড়াইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

নড়াইলের ভাটিয়াপাড়া-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার এড়েন্দা নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ অন্ততঃ ১০জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানা গেছে, কালনা-নড়াইল-যশোর মহাসড়কের এড়েন্দা এলাকায় ঢাকা গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে যশোর গামী বিআরটিসির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসে থাকা ৮ যাত্রী ও ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও ট্রাকের চালক ভেতরে মধ্যে আটকা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে উদ্ধার করে। আহতদের লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় ১০ জনের মত আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে