নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইলের আয়োজনে বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফকরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উদযাপন পর্ষদের সম্পাদক সিনিয়র শিক্ষক শেখ হাফিজুর রহমান, সহ-সম্পাদক সহকারী শিক্ষক (শারিরিক শিক্ষা) নাজমুজ ছাকিব, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক (দিবা শিফট) ফিরোজ কিবরিয়া, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি শিফট) সনাতন রায়, সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
৩২টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।রে