মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর হতে র্যালি শুরু হয়ে শহরের রূপগঞ্জ বাজারের মুচিরপোল এলাকায় গিয়ে শেষ হয়।র্যালি শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফাকামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুণ্ডু মিটুল, জেলা আ. লীগ নেতা শিকদার জাহাঙ্গীর কবির,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন মোল্লা, গাউসুল আজম মাসুম, মো. মাহফুজুর রহমান মাফুজ, যুবলীগ নেতা অ্যাডভোকেট শরিফুল ইসলাম নান্তু, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নিল শিকদার নীল প্রমুখ।বক্তারা আগামীতে নড়াইলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে যুব ও ক্রীড়া সম্পাদক করায় দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।