• 12 Oct, 2024

নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’।

স্টাফ রিপোর্টার : শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সারা দেশের ন্যায় নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জুলিয়া সুকায়না এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা তথ্য অফিসার, সদর থানার ওসি তদন্ত সাজেদুল, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।

সর্বজনীন তথ্য অধিকার নিশ্চিত করতে টিআইবি যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন বক্তারা। ওই সুপারিশের মধ্যে রয়েছে বাক্স্বাধীনতা ও ভিন্নমতের অধিকার নিশ্চিতের অন্যতম হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন করা; সব আইনি ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করা, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইনের মাধ্যমে সৃষ্ট জনগণের ওপর ডিজিটাল নজরদারি কাঠামো নিশ্চিহ্ন করা; তথ্য কমিশনকে অধিকতর কার্যকর করার স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও দলীয় প্রভাবমুক্ত ব্যক্তিদের কমিশনার হিসেবে নিয়োগ প্রদানসহ সংস্থাটি সম্পূর্ণভাবে ঢেলে সাজানো; তথ্য প্রকাশ ও তথ্যে অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল মাধ্যম বা সরঞ্জাম ব্যবহার সহজলভ্য ও অবকাঠামোগত উন্নয়ন; তথ্য অধিকার আইনের পরিপন্থী বিদ্যমান আইন সংস্কার ও প্রযোজ্য ক্ষেত্রে বাতিল করা; নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থী বা আইনটির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কোনো ধারা যাতে সংযোজিত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা; তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রভৃতি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা ক্রিড়া অফিসার কামরুজ্জামান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা।